সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | গঙ্গাসাগরে ৫০ লক্ষ ভক্তের সমাগম! পুণ্যস্নানের আগে নিরাপত্তার চাদরে মেলা চত্বর ও কপিল মুনির মন্দির

Pallabi Ghosh | ১৩ জানুয়ারী ২০২৫ ১৬ : ৩২Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমের চতুর্দিক সোমবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মুড়ে গিয়েছে। আগামিকাল, মঙ্গলবার ভোরে শুরু হচ্ছে পুণ্যস্নানের তিথি। তার কয়েক প্রহর আগে ঠান্ডায় গরম চায়ের কাপে চুমুক দিয়ে সেই মুহূর্তের অপেক্ষায় হাজার-হাজার পুণ্যার্থী। তাঁদের নিরাপত্তায় ড্রোন ক্যামেরা ও হেলিকপ্টার আকাশে চক্কর দিচ্ছে। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। 
 
এবছর গঙ্গাসাগরে ১ তারিখ থেকে রবিবার সন্ধে পর্যন্ত ৪২ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে, জানিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রশাসনের এক কর্তা সোমবার সকালে বলেন, রবিবার রাতেই ৫০ লক্ষের ভিড় পার করেছে। আগামিকাল পুণ্যস্নানের আগে দ্বিগুণ মানুষের জনাসমাগম হতে পারে বলে অনুমান করছে প্রশাসনের কর্তাব্যক্তিরা। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে চালানো হচ্ছে অতিরিক্ত লঞ্চ ও ভেসেল। রাস্তায় চলছে অতিরিক্ত বাস। 

গোটা মেলা চত্বর জুড়ে এবং কপিল মুনির আশ্রমকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। উত্তরপ্রদেশের বাসিন্দা অজয় তিওয়ারি বলেন, 'ট্রেন তারপর বাস পরে লঞ্চে চেপে এসেছি। এ এক অনন্য অভিজ্ঞতা। এখানে পৌছে প্রশাসনের আন্তরিকতায় অত্যন্ত খুশি। ওঁদের জন্য হারিয়ে যাওয়া পরিবারের একজনকে ঘণ্টাখানেকের মধ্যে ফিরে পাই।'
 
সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে মোক্ষ লাভের আশায় সাগরদ্বীপে লক্ষ লক্ষ পুণ্যার্থী। তাঁদের নিরাপত্তায় ১৩ হাজার পুলিশকর্মী ও আড়াই হাজার সিভিল ডিফেন্স কর্মী দিনরাত এক করে ডিউটি দিচ্ছেন। ডিটেকশন ডগ বা স্নিফার ডগ দু'টি আনা হয়েছে। অন্যদিকে মেলায় চোরেদের উপদ্রব পুলিশের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। উলুবেড়িয়া থেকে গঙ্গাসাগরে আসা প্রৌঢ়ের ব্যাগ ছিনতাই করে নিয়ে পালিয়েছে চোর। ওই ব্যাগেই ছিল তিন লক্ষাধিক টাকা এবং একটি মোবাইল ফোন। ইতিমধ্যে গঙ্গাসাগর কোস্টাল অস্থায়ী পুলিশ থানায় অভিযোগ করেছেন শ্যাম মাখাল নামক ওই প্রৌঢ়। অভিযোগে জানিয়েছেন, উলুবেড়িয়া থানার জগরামপুর-বাঁশবেড়িয়া এলাকার একটি আশ্রম থেকে প্রায় ১৫০ জন পুণ্যার্থীকে নিয়ে গঙ্গাসাগরে আসেন তিনি। সাগরে পাঁচ নম্বর রাস্তার ধারে শৌচাগারে যাচ্ছিলেন, তখনই ব্যাগ ছিনতাই করে নিয়ে পালায়। জামাকাপড় ও ব্যাগ উদ্ধার হলেও টাকা ও মোবাইলের সন্ধান পাননি তিনি।


gangasagargangasagarmelawestbengalgangasagarmela2025

নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়া